বাঁশখালীতে বেড়িবাঁধ নির্মাণের প্রতিশ্রুতি মন্ত্রীর

ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে চট্টগ্রামের বাঁশখালীতে ক্ষতিগ্রস্ত ৪৫ কিলোমিটার বেড়িবাঁধ দ্রুত নির্মাণ করার প্রতিশ্রুতি দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
আজ সোমবার দুপুরে চট্টগ্রামের বাঁশখালী ও আনোয়ারার কয়েকটি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে ত্রাণমন্ত্রী এসব প্রতিশ্রুতির কথা জানান।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘বাঁশখালীতে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ নির্মাণে কয়েক দফা দরপত্র আহ্বান করা হলেও কেউ অংশগ্রহণ করেনি। এতে এটি অরক্ষিত ছিল।’
জাতীয় অর্থনৈতিক পরিষদের পরবর্তী সভায় বেড়িবাঁধ উন্নয়ন প্রকল্পটি উপস্থাপন করে শক্ত বেড়িবাঁধ নির্মাণের প্রতিশ্রুতি দেন ত্রাণমন্ত্রী।
এর আগে মন্ত্রী আনোয়ারা ও বাঁশখালীর ক্ষতিগ্রস্ত কয়েকটি এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন।
এ সময় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, বাঁশখালী আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, বিভাগীয় কমিশনার রুহুল আমিন, জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন উপস্থিত ছিলেন।