‘চট্টগ্রামে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের কাজ শিগগিরই’

চট্টগ্রামে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের কাজ শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, চট্টগ্রামবাসীর দাবি অনুযায়ী মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করে সরকার প্রতিশ্রুতির বাস্তবায়ন করতে শুরু করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া কথা অনুযায়ী চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল থাকবে। নতুন জায়গায় নতুন ভবন নির্মাণ করে বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হবে। জায়গা ঠিক করতে পারলে খুব দ্রুত এ সরকারের সময়েই মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হবে।
আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম স্বাস্থ্য দপ্তরের বিভাগীয় কার্যালয়ে সিভিল সার্জনদের সঙ্গে এক মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. আলাউদ্দিন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. দীন মো. নুরুল হক, আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ডাবলু, বিএমএ সভাপতি ডা. মুজিবুল হক, সাধারণ সম্পাদক ডা. মো. শরীফ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জালাল উদ্দিন, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার সিভিল সার্জন বক্তব্য দেন। এর আগে টেলিকনফারেন্সের মাধ্যমে কক্সবাজার হাসপাতালে ৬ শয্যার আইসিইউ সেন্টার উদ্বোধন করেন। স্থানীয় সাংসদ সরোয়ার কমল এ সময় বক্তব্য দেন।
চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় হাসপাতালগুলোতে চিকিৎসক, নার্স ও জনবল সংকটকে দীর্ঘদিনের সমস্যা উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেন, ‘এসব সমস্যা সমাধানে অনেকবার চেষ্টা করা হয়েছে।
আগামী ২৬ তারিখ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সভা আছে। এ সময় এসব সমস্যার কিছুটা সমাধান হতে পারে।’ তিনি বলেন, সমস্যা থাকবে, সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে। জেলায় জেলায় সুরম্য ভবন করা যেতে পারে, হাসপাতালগুলোতে যন্ত্র দেওয়া যেতে পারে, কিন্তু চিকিৎসকরা যদি তাঁর দায়িত্ব পালন না করেন তাহলে ভবন ও যন্ত্র দিয়ে কিছুই হবে না।’ এ সময় সীমাবদ্ধ সম্পদের মধ্যে দিয়ে সব কাজ ও দায়িত্ব পালনের আহ্বান জানান মন্ত্রী।
নাসিম বলেন, ‘চট্টগ্রামবাসীর কাছে দুই বছর আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। সেটি এখন আইনে পরিণত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের বাইরে এ বিশ্ববিদ্যালয় নির্মাণ কার্যক্রম শুরু করতে পেরে আমরা প্রতিশ্রুতির বাস্তবায়ন করতে যাচ্ছি। সবার সম্মতি নিয়ে জায়গা ঠিক করতে পারলে ইনশাআল্লাহ সরকারের এ সময়ের মধ্যেই এই বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করবে।’