অস্ত্র মামলায় ছাত্রলীগ নেতার জামিন নাকচ

ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোটগ্রহণের সময় গ্রেপ্তার ছাত্রলীগ নেতা নুরুল আজিম রনির জামিন আবেদন নাকচ করেছেন আদালত।
আজ বুধবার দুপুরে চট্টগ্রামের জেলা ও দায়রা জজ নুরুল হুদা রনির বিরুদ্ধে অস্ত্র মামলায় এ আদেশ দেন।
এদিন ভ্রাম্যমাণ আদালতের দেওয়া দুই বছরের কারাদণ্ডের বিরুদ্ধে আপিল মামলায় জামিন পান চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নেতা রনি।
নগর আওয়ামী লীগের সহসভাপতি বার কাউন্সিলের সদস্য ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল জানান, ইউনিয়ন নির্বাচন চলাকালে নির্বাচন আইনে নুরল আজিম রনিকে গ্রেপ্তারের পর দুই বছরের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এ মামলায় আপিল শুনানির পর আদালত তাঁকে জামিন দেন। তবে অস্ত্র আইনে হাটহাজারী থানার পৃথক মামলার জামিন আবেদন নাকচ করেন আদালত।
রনির আরেক আইনজীবী অ্যাডভোকেট ইফতেখার সাইমুল জানান, অস্ত্র মামলায় আদালত রনির জামিন আবেদন নাকচ করে দেওয়ায় মুক্তি মিলছে না।
গত ৭ মে হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নে চারিয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলের চেষ্টার সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের হাতে আটক হন নুরুল আজিম রনি। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুন অর রশিদ নির্বাচনী আইন লঙ্ঘনের দায়ে তাঁকে দুই বছরের কারাদণ্ডাদেশ দেন। রনির কাছ থেকে একটি পিস্তল, ১৫টি গুলি,ভোট দেওয়ার সিল উদ্ধার করা হয়। হাটহাজারী থানা পুলিশ তাঁর বিরুদ্ধে অস্ত্র মামলা দায়ের করে কারাগারে পাঠায়।