ধামরাইয়ে ৫ ইটভাটাকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

ঢাকার ধামরাইয়ে পাঁচটি ইটভাটাকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : এনটিভি
ঢাকার ধামরাইয়ের ভালুম এলাকায় কৃষিজমিতে স্থাপন করা পাঁচ ইটভাটাকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট এস এম রফিকুল ইসলাম জানান, সকালে ভালুম এলাকায় থ্রি-স্টার, মেট্রো ব্রিকস, আসিফ ব্রিকস, মেঘনা ব্রিকস ও এনবিএন নামে পাঁচটি ইটভাটায় অভিযান চালানো হয়। এ সময় ইটভাটার মালিকরা প্রয়োজনীয় কাগজ দেখাতে ব্যর্থ হলে ভ্রাম্যমাণ আদালত মালিকদের সাড়ে তিন লাখ টাকা জরিমানা করেন।
রফিকুল ইসলাম আরো বলেন, সরকারি হিসাব অনুযায়ী, ধামরাই উপজেলায় ৯৫টি ইটভাটার মধ্যে ৭৯টি অবৈধ। ইটভাটার মালিকরা আইন মানছেন না। তাই অবৈধভাবে স্থাপিত ইটভাটা বন্ধে অভিযান চলবে।
স্থানীয় একটি ইটভাটার মালিক সমিতির দেওয়া তথ্য অনুযায়ী, ধামরাইয়ে ১৫৭টি ইটভাটা আছে।