ধামরাইয়ে শেখ হাসিনাসহ ৪৪৬ জনের বিরুদ্ধে মামলা

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৪৬ জনের বিরুদ্ধে ধামরাই থানায় মামলা করা হয়েছে। আশুলিয়া থানার খেজুরটেক এলাকার শরিফুল ইসলাম সুজন বাদী হয়ে গতকাল শুক্রবার (২৮ মার্চ) রাতে মামলাটি দায়ের করেন।
মামলায় আসামিদের মধ্যে রয়েছেন—আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ আসনের সাবেক সংসদ সদস্য বেনজীর আহমেদ, ধামরাই থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ ও চার উপপরিদর্শক (এসআই)।
মামলার এজাহারে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনে ঢাকা-আরিচা মহাসড়কে ছাত্র-জনতার শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে শেখ হাসিনার নির্দেশে আসামিরা অতর্কিত হামলা ও গুলিবর্ষণ করে। এ সময় মামলার বাদী সুজনের বাম হাতের কবজিতে গুলি লাগে। এতে তিনি গুরুতর আহত হন।
মামলার বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, মামলার আসামিদের অধিকাংশই পলাতক। তবে ধামরাই থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ বর্তমানে গাইবান্ধা পুলিশ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত রয়েছেন।