ব্যাংক লোপাটকারীদের রেহাই নেই : দুদক

সরকারি-বেসরকারি ব্যাংক থেকে অর্থ লোপাটের সঙ্গে জড়িতরা রেহাই পাবে না বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
আজ বৃহস্পতিবার চট্টগ্রাম সার্কিট হাউসে দুদক আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন দুদক চেয়ারম্যান। একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে ‘ক্র্যাশ প্রোগ্রামের’ আওতায় আনার কথা জানিয়েছেন তিনি।
অনুষ্ঠানে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক ড. মো. শামসুল আরেফিন, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার রুহুল আমিন, জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইকবাল বাহার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের ডিন ড. আবুল হোসাইন বক্তব্য দেন।
সচেতনতা বৃদ্ধি পাওয়ায় দেশে দুর্নীতি কমেছে উল্লেখ করে ইকবাল মাহামুদ বলেন, দুর্নীতি হলে দেশ এগিয়ে যায় না। এখন দেশ এগিয়ে যাচ্ছে। তবে যেসব সরকারি-বেসরকারি ব্যাংক থেকে অর্থ লোপাট হয়েছে, তাদের রেহাই দেবে না কমিশন।
জনগণের টাকা ব্যাংক থেকে কতিপয় লোক নিয়ে গেছে অভিযোগ করে তাদের জন্য ক্র্যাশ প্রোগ্রাম চালু করার কথা জানান দুদক চেয়ারম্যান।
ইকবাল মাহামুদ বলেন, ‘আমরা শিক্ষাকে অগ্রাধিকার দিচ্ছি, তারপর স্বাস্থ্য, তারপর ফিন্যান্সিয়াল ইনস্টিউশন।... সরকারি-বেসরকারি ব্যাংক থেকে যারা অর্থ লোপাট করেছে তাদের কোনো রেহাই নেই। আমরা তাদের ছাড়ব না, তা সে যেই হোক। যে-ই আমার জনগণের অর্থ নিয়ে গেছে, আমাদের জনগণ ব্যাংকে অর্থ রেখে গেছে, ইকোনোমিক ভ্যালু করার জন্য। সেই অর্থ কতিপয় লোক নিয়ে গেছে। আমাদের সম্পদ লুট করেছে। তাদের ছাড়া যাবে না, অসম্ভব। আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি, কমিশন এই তিনটি খাতে আমরা ক্র্যাশ প্রোগ্রাম করব। এখানকার ইনস্টিটিউশনাল দুর্নীতি আমরা বন্ধ করতে চাই।’
দুর্নীতি প্রতিরোধে জেলা ও উপজেলায় অবদান রাখা সদস্যদের মধ্যে পুরস্কার বিতরণ করেন কমিশনের চেয়ারম্যান।