ইসির নির্দেশে নরসিংদী মডেল থানার ওসি প্রত্যাহার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/05/26/photo-1464265338.jpg)
নরসিংদীর মডেল থানার প্রত্যাহার হওয়া ওসি মোস্তফা কামাল। ছবি : এনটিভি
নরসিংদীর ১২টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করার লক্ষ্যে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মোস্তফা কামালকে প্রত্যাহার করা হয়েছে।
নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মিজানুর রহমানের স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশ দেওয়া হয়।
নির্বাচন কমিশন সচিবালয়ের নির্দেশক্রমে গতকাল বুধবার রাতে ঢাকা ডিআইজি কার্যালয়ের এক জরুরি আদেশে মোস্তফা কামালকে প্রত্যাহার করে নেওয়া হয়। তাঁর স্থলে উপযুক্ত ব্যক্তিকে ওসির দায়িত্ব দেওয়ার জন্য উল্লেখ করা হয়।
আজ বৃহস্পতিবার নরসিংদী সদর মডেল থানার পরিদর্শককে (তদন্ত) ওসির দায়িত্ব দেওয়া হয়েছে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) এই তথ্য নিশ্চিত করেছেন।