শেরপুরে চিকিৎসক ধর্মঘট চলছে

ভুল চিকিৎসার অভিযোগে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার হওয়া চিকিৎসকের মুক্তির দাবিতে শেরপুরে চলছে চিকিৎসক ধর্মঘট। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) শেরপুর শাখা এ ধর্মঘটের ডাক দেয়। আজ শুক্রবার সকাল থেকে শুরু হওয়া এই ধর্মঘটের কারণে শেরপুর সদর হাসপাতালসহ জেলার অন্যান্য হাসপাতালগুলোতে রোগীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
ভুল চিকিৎসার অভিযোগে গ্রেপ্তারকৃত ডা. শরিফুল ইসলামের মুক্তির দাবিতে গতকাল বৃহস্পতিবার রাতে এক জরুরি সভায় বিএমএ শেরপুর শাখার সভায় ধর্মঘটের এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন বিএমএ শেরপুরের সভাপতি ডা. আবদুল বারেক।
এর আগে গত ২০ মে বৃহস্পতিবার দুপুরে শেরপুর জেলা শহরের নারায়ণপুর এলাকার একটি ডায়াগনোস্টিক সেন্টার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের বিশেষজ্ঞ সার্জন ডা. শরিফুল ইসলামকে গ্রেপ্তার করে শেরপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।
শেরপুরের শ্রীবরদী উপজেলার জনৈকা রোগীর স্তন ভুল চিকিৎসার কারণে কেটে ফেলা হয়েছে এমন অভিযোগে ডা. শরিফুলের বিরুদ্ধে একটি মামলার পরিপ্রেক্ষিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম।
ওই ঘটনায় আজ শুক্রবার সকালে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন রোগীর স্বজনরা। তাঁরা সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, মামলা তুলে নিতে তাঁদের ভয় দেখানো হচ্ছে।