শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

গাজীপুরে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক নিহত হয়েছেন। নিহতের নাম হানিফ শেখ (২৯)। তিনি বাগেরহাটের মোল্লাহাট উপজেলার ভাণ্ডারখোলা গ্রামের আকবর আলীর ছেলে। আজ শুক্রবার সকালে জেলার শ্রীপুরে এ দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় ময়মনসিংহগামী সিমেন্টবোঝাই একটি ট্রাকের সঙ্গে উল্টোপথ দিয়ে বিপরীত দিক থেকে আসা অপর একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক হানিফ শেখ নিহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে গাড়ি দুটি জব্দ করেছে এবং নিহতের লাশ উদ্ধার করেছে। তবে ঘটনার পর পিকআপ ভ্যানচালক পালিয়ে গেছেন বলে জানায় পুলিশ।