জাল ভোট, দুজনের দুই বছরের কারাদণ্ড

যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের জিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় দুজনকে আটক করেছে পুলিশ। ভ্রাম্যমাণ আদালত তাঁদের এক বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন।
দণ্ডপ্রাপ্ত দুজন হলেন আবদুল হামিদ ও ফারুক হোসেন।
আজ শনিবার বেলা ১১টার দিকে ওই দুজনকে সাজা দেওয়া হয়।
অভয়নগর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসির উদ্দিন মিয়া জানান, এই দুজন ভোটকেন্দ্রে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সিল মারছিল। পরে পুলিশ তাঁদের হাতেনাতে ধরে। তাঁদের সিলমারা ৮৬টি ব্যালট পেপার বাজেয়াপ্ত করা হয়।