চট্টগ্রামে সংঘর্ষের সময় একজনের মৃত্যু

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে ঘটা সংঘর্ষ চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রামে এক ব্যক্তি মারা গেছেন।
আজ শনিবার দুপুরের দিকে পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নের একটি ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম বাবুল শীল (৫৫)। তিনি ওই ইউপি নির্বাচনে এক সদস্যজন পদপ্রার্থীর সমর্থক।
চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন জানান, আজ দুপুরে ভোটগ্রহণ চলাকালে দুই সদস্য পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় ভয় পেয়ে ঘটনাস্থলেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বাবুল শীল।
এদিকে জেলা প্রশাসক আরো জানান, চন্দনাইশ উপজেলার বর্মা ইউনিয়নের একটি কেন্দ্র থেকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমেদকে আটক করেছে বিজিবি। তাঁর বিরুদ্ধে জালভোট ও কেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগ আনা হয়েছে।
একই সময়ে বোয়ালখালীর করলডেঙ্গা ইউনিয়নের একটি কেন্দ্র থেকে দক্ষিণ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল কাদের সুজনকে আটক করে বিজিবি। তাঁর বিরুদ্ধেও জাল ভোটের অভিযান আনা হয়েছে বলে জানান জেলা প্রশাসক।
এর আগে পটিয়া থানার বড় উঠান ইউনিয়নের শাহ মিরপুর কেন্দ্র দখলকে কেন্দ্র করে সংঘর্ষে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে মো. ইয়াসিন নামের একজন সদস্য পদপ্রার্থী নিহত হয়েছেন। নিহত ইয়াসিন উঠান ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী ছিলেন।
এ ছাড়া চট্টগ্রামের বিভিন্ন এলাকায় নির্বাচনী সংঘর্ষে আহত অন্তত ১৫ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের কয়েকজনের অব্স্থা গুরুতর।