টিভি সাংবাদিকদের ওয়েজবোর্ডের আওতায় আনা হবে : তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, টেলিভিশন সাংবাদিকদের ওয়েজ বোর্ডের আওতায় আনা হবে।
আজ শনিবার সকালে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) আয়োজিত সেমিনারে মর্যাদা রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রীর তথ্য উদেষ্টা।
চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে ‘সাংবাদিকদের মর্যাদা, শ্রম আন্দোলন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা’ শীর্ষক সেমিনারের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজ বিজ্ঞানী ড. অনুপম সেন।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, বঙ্গবন্ধু সাংবাদিকদের জন্য বেতন কাঠামোসহ বিধিমালা করে গেলেও বিএনপি-জামায়াত সাংবাদিকদের শ্রম আইনের আওতায় এনে মজুরি বোর্ড গঠন করে। বর্তমান সরকার সাংবাদিকদের মর্যাদা রক্ষায় কাজ করছে উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তথ্য উপদেষ্টা।
সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন প্রেসক্লাব সভাপতি কলিম সারওয়ার, প্রবীণ সাংবাদিক এম নাসিরুল হক, শহীদ উল আলম প্রমুখ।