‘বনদস্যু মাস্টার বাহিনী’র আত্মসমর্পণ স্থগিত

সুন্দরবনের বনদস্যু মাস্টার বাহিনীর আত্মসমর্পণ প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ঢাকা থেকে মংলার উদ্দেশে রওনা হতে না পারায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান আজ রোববার দুপুরে এ তথ্য জানান।
এর আগে আজ রোববার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করার কথা ছিল ‘মাস্টার বাহিনী’র সদস্যদের।
র্যাব জানায়, দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য মাস্টার বাহিনীর প্রধান মোস্তফা শেখসহ তাঁর সাত সহযোগী বনদস্যু ৫১টি আগ্নেয়াস্ত্র ও চার হাজার গুলি আজ সকালে সুন্দরবনের চরাপুটিয়ায় বসে র্যাব-৮-এর কাছে জমা দিয়েছে। অস্ত্র-গুলি জমা দিয়ে দস্যুরা এখন র্যাবের হেফাজতে রয়েছেন।
আত্মসমর্পণে ইচ্ছুক দস্যুরা হলেন—বাহিনীপ্রধান মোস্তফা শেখ, সহযোগী সোহাগ আকন, সুমন, সলেমান, শাহিন, ফজলু ও সুলতান। তাদের বাড়ি মংলার চাঁদপাই, মিঠাখালী ও বাগেরহাটের রামপালের কাটাখালী গ্রামে।