চট্টগ্রামে জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালন বিমানবাহিনীর

চট্টগ্রামে জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালন করে বিমানবাহিনী। ছবি : এনটিভি
চট্টগ্রামে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। আজ রোববার সকালে চট্টগ্রামের বিমানবাহিনীর জহুরুল হক ঘাঁটিতে এ উপলক্ষে পালন করা হয় নানা কর্মসূচি।
বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন জহুরুল হক ঘাঁটির অধিনায়ক রিয়ার অ্যাডমিরাল আখতার হাবিব। এ সময় ঘাঁটির এয়ার কমোডর এ এইচ এম ফজলুল হকসহ সশস্ত্র বাহিনী, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বিশ্বের শান্তিরক্ষায় ভবিষ্যতে বাংলাদেশের আরো বেশি ভূমিকা রাখবে, এমন আশাবাদ তাঁদের। পরে একটি শোভাযাত্রা নগরীর কয়েকটি সড়ক ঘুরে আবার একই স্থানে শেষ হয়।