বর্তমান অবকাঠামো দিয়েই প্রাথমিকে আধুনিক শিক্ষা সম্ভব

বর্তমানে দেশে প্রাথমিক শিক্ষাক্ষেত্রে যে অবকাঠামো ও সম্পদ রয়েছে, তা দিয়েই মানোন্নত আধুনিক শিক্ষা দেওয়া সম্ভব হবে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার।
আজ রোববার সকাল ১০টার দিকে জয়পুরহাট জেলা শিল্পকলা একাডেমিতে প্রাথমিক শিক্ষার সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন ফিজার।
প্রাথমিক শিক্ষা প্রসারের বিষয়ে গুরুত্ব আরোপ করে প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী প্রজন্মকে সুনাগরিক করে গড়ে তুলতে হলে মানসম্মত প্রাথমিক শিক্ষাদান খুবই জরুরি। কারণ, উচ্চতর শিক্ষার ক্ষেত্রে শিক্ষার ভিত মজবুত করতে প্রাথমিক স্তরের শিক্ষার কোনো বিকল্প নেই।’
মন্ত্রী আরো বলেন, ‘পাকিস্তান আমলে এ দেশে শিক্ষার ক্ষেত্রে তেমন কোনো উন্নয়নই হয়নি। অথচ স্বাধীনতার পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশের সব প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানকে একসঙ্গে জাতীয়করণ করেছিলেন। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানোন্নত আধুনিক শিক্ষা প্রসারে সব ধরনের উদ্যোগ গ্রহণ করবেন। তাই শিক্ষাক্ষেত্রে বিশ্বে বাংলাদেশের সুনাম আরো বাড়াতে শিক্ষকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।’
জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে জয়পুরহাটের জেলা প্রশাসক আবদুর রহিমের সভাপতিত্বে আয়োজিত ওই অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন—আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাংসদ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সামছুল আলম দুদু, যুগ্ম সচিব আতাহার হোসেন, পুলিশ সুপার (এসপি) মোল্লা নজরুল ইসলাম ও জেলা পরিষদের প্রশাসক এস এম সোলায়মান আলী।