মানসম্মত শিক্ষা প্রদানে প্রাথমিকের শিক্ষকদের প্রতি আহ্বান

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত মানসম্মত প্রাথমিক শিক্ষাবিষয়ক জাতীয় সম্মেলনে বক্তব্য রাখছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। ছবি : এনটিভি
বিদ্যমান ব্যবস্থায় কেমন করে মানসম্মত শিক্ষা প্রদান করা যায়, সেদিকে গুরুত্বারোপ করতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।
আজ বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত মানসম্মত প্রাথমিক শিক্ষাবিষয়ক জাতীয় সম্মেলনে এ আহ্বান জানান মন্ত্রী।
মন্ত্রী জানান, প্রাথমিক পর্যায়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে যোগ্যতাসম্পন্ন শিক্ষক, স্কুলের সময় কমানো, উপবৃত্তি প্রদানসহ ছাত্র-শিক্ষকের আনুপাতিক হার কমানো জরুরি। কিন্তু শিক্ষা খাতে যে বাজেট দেওয়া হয় তা দিয়ে সব সমস্যার সমাধান করা সম্ভব নয়।’
তাই সমস্যা সমাধানে সরকারি উদ্যোগের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান মোস্তাফিজুর রহমান।
দেশের ৬৪ জেলা থেকে প্রায় আড়াইশ ছাত্র, শিক্ষক, অভিভাবক সম্মেলনে অংশ নেন।