চাঁপাইনবাবগঞ্জে কনিকা হত্যার বিচার দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জের গোবরাতলা ইউনিয়নের মহিপুরে মেধাবী শিক্ষার্থী কনিকা রানী ঘোষের খুনির বিচার দাবিতে আজ রোববার মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষক-শিক্ষার্থীরা।
আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মোড়ে চাঁপাইনবাবগঞ্জ শিক্ষক সমিতির ব্যানারে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এতে চাঁপাইনবাবগঞ্জের ৫০টি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। কলেজ মোড়ে আয়োজিত মানববন্ধন ছড়িয়ে পড়ে নিউমার্কেটসহ আশপাশের এলাকায়।
এ সময় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসলাম কবীর, অবসারপ্রাপ্ত শিক্ষক আব্দুল হান্নান, মহিপুর এসএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুল আলম, মুক্তিযোদ্ধা এনামুল হক, মাহতাব উদ্দীন ও নিহত কনিকার চাচা বিজয় কুমার ঘোষ।
বক্তারা হামলাকারী বখাটে আবদুল মালেকের ফাঁসি দাবি করেন।
পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি দেয়।