জামালপুরে বিদ্যুৎ দেওয়া নিয়ে সংঘর্ষ, ইউএনওর গাড়ি ভাঙচুর

জামালপুর সদর উপজেলায় বিদ্যুৎ সংযোগ দেওয়া নিয়ে গ্রামবাসীর সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি ভাঙচুর করা হয়। এতে পুলিশসহ আহত হয়েছেন ১০ জন। এ ঘটনায় পুলিশ এক নারীকে আটক করেছে।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নের চরপাড়ায় এ ঘটনা ঘটে বলে এনটিভি অনলাইনকে জানান ইউএনও গোলাম কিবরিয়া। তিনি বলেন, চরপাড়া থেকে চর গজারিয়া পর্যন্ত পাঁচ কিলোমিটার বিদ্যুৎ লাইন নির্মাণ করার পরও চারপাড়া গ্রামবাসীর বাধার কারণে সংযোগ দেওয়া যাচ্ছিল না। পল্লী বিদ্যুতের কর্মীরা আজ সংযোগ দেওয়ার সময় চারদিক থেকে গ্রামবাসী পুলিশ ও বিদ্যুৎকর্মীদের ওপর হামলা চালায়।
উপজেলার বারুয়ামারী পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান এনটিভি অনলাইনকে বলেন, চারপাড়ার সজল মিয়া এক বছর আগে তাঁর বাড়িতে একটি সেচ পাম্পসহ পল্লী বিদ্যুৎ সমিতি থেকে সংযোগ নেন। চর গজারিয়া পর্যন্ত নতুন লাইনটির সংযোগ সেখান থেকেই দেওয়ার কথা। কিন্তু সজল মিয়া তাতে বাধ সাধেন এবং গ্রামবাসীকে বিভ্রান্ত করেন। আজ বিদ্যুতের সংযোগ দিতে গেলে সজল মিয়ার নেতৃত্বে গ্রামবাসী পুলিশ, প্রশাসন ও বিদ্যুৎ বিভাগের কর্মীদের ওপর হামলা চালায়, ইউএনওর গাড়ি ভাঙচুর করে। এতে চার পুলিশ ও ছয় গ্রামবাসী আহত হয়েছে। ঘটনাস্থল থেকে সজল মিয়ার স্ত্রী চায়না বেগমকে (৩৮) আটক করা হয়েছে।
এসআই জানান, এ ঘটনায় তিনি বাদী হয়ে সজল মিয়া ও চায়না বেগমসহ ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
ঘটনাস্থলে পুলিশ ও র্যাব সদস্যদের মোতায়েন করা হয়েছে। জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) শাহাবুদ্দিন খান ও পুলিশ সুপার (এসপি) নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।