চট্টগ্রামে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য কুয়েতের ত্রাণ

ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালী ও আনোয়ারা উপজেলার পাঁচটি ইউনিয়নে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে কুয়েত সরকারের একটি সংস্থা।
আজ সোমবার সকালে আনোয়ারা ও বাঁশখালীর দুর্গত এলাকায় লোকজনকে নিত্যপণ্যসামগ্রী বিতরণ শুরু করে সংস্থাটি।
চট্টগ্রামের এহয়াসসুন্নাহ ফাউন্ডেশনের সহযোগিতায় কুয়েতি সংস্থা মোবারাত জমিয়াতুল আল খায়রিয়া ত্রাণসামগ্রী বিতরণ করেছে। সংস্থার প্রধান আহমেদ আবু হামাদ আল আজমী রউই ও শেখ মো. শাহাজাহান প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।
গত ২১ মে ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে চট্টগ্রামের তিন উপজেলার কয়েকটি ইউনিয়ন ক্ষয়ক্ষতি হয়। এসব এলাকার কয়েক হাজার পরিবার খোলা আকাশের নিছে বাস করছে। সেখানে নয়জনের প্রাণহানি ছাড়াও বাড়িঘর, গবাদি পশু, লবণ মাঠ, মাছের ঘের ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। জলোচ্ছ্বাসের আঘাতে ভেঙে পড়া বেড়িবাঁধ ক্ষতির কারণ বলে জানান সংশ্লিষ্টরা।