বনদস্যু ‘মাস্টার বাহিনী’র আত্মসমর্পণ আজ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কাছে অস্ত্র-গোলাবারুদ তুলে দিয়ে আত্মসমর্পণ করবে সুন্দরবনের বনদস্যু ‘মাস্টার বাহিনী’।
আজ মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণের প্রক্রিয়া শুরু হবে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৮-এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির জানান, আত্মসমর্পণ অনুষ্ঠানে অংশ নিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ ঢাকা থেকে হেলিকপ্টারে করে আজ দুপুর ২টায় মংলায় পৌঁছাবেন। এর কিছুক্ষণ পরই শুরু হবে আত্মসমর্পণ প্রক্রিয়া।
এর আগে গত রোববার ভোরে পূর্ব সুন্দরবনের চরাপুটিয়ার ভারানীর খালে র্যাব-৮-এর কাছে অস্ত্র-গোলাবারুদ জমা দিয়ে আত্মসমর্পণের প্রক্রিয়া শুরু করেছিল মাস্টার বাহিনী। কিন্তু ওই দিন বিরূপ আবহাওয়ার কারণে স্বরাষ্ট্রমন্ত্রী মংলা যেতে না পারায় আত্মসমর্পণ অনুষ্ঠান হয়নি।
রোববার মাস্টার বাহিনীর প্রধান মো. মোস্তফা শেখ ওরফে কাদের মাস্টারসহ নয় দস্যু প্রায় কোটি টাকা মূল্যের ৫১টি আধুনিক আগ্নেয়াস্ত্র ও প্রায় পাঁচ হাজার গুলি জমা দেয় র্যাবের কাছে।