শ্রীলঙ্কায় গেল বাংলাদেশের ত্রাণ

ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে ভূমিধস ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত শ্রীলঙ্কার পাশে দাঁড়াতে ৪০ টন ত্রাণসামগ্রী নিয়ে চট্টগ্রাম বন্দর ছেড়েছে নৌবাহিনীর জাহাজ বিএনএস বঙ্গবন্ধু।
আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম নৌঘাঁটিতে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে নৌবাহিনীর চট্টগ্রাম নৌ অঞ্চলের প্রধান রিয়ার অ্যাডমিরাল আকতার হাবিব, সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল কমান্ডিং অফিসার (জিওসি) মেজর জেনারেল মো. কবির তালুকদার, বিমান বাহিনীর এয়ার কমোডর এ এইচ এম ফজলুল হক, সশস্ত্র বাহিনী বিভাগের সামরিক ও বেসামরিক দপ্তরের মহাপরিচালক কমোডর নাজমুল হাসান, বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার রাষ্টদূত ইয়াসুজা গুনাসেকারা উপস্থিত ছিলেন।
ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে ক্ষতিগ্রস্ত শ্রীলঙ্কার দুর্গত এলাকার নাগরিকদের পাশে দাঁড়াতে বাংলাদেশ সরকার এসব ত্রাণসামগ্রী পাঠাচ্ছে। ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে বিশুদ্ধ পানি, ওয়াটার পিউরিফায়ার, ওষুধ, বস্ত্র, তাঁবু, জেনারেটর।
বিএনএস বঙ্গবন্ধু আগামী ৩ জুন শ্রীলঙ্কা পৌঁছার কথা রয়েছে। সেখানে তিনদিন ত্রাণসামগ্রী বিতরণ শেষে আগামী ১০ জুন দেশে ফিরবে বিএনএস বঙ্গবন্ধু।