আটকের ৪ ঘণ্টা পর দুই বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

দিনাজপুরের বিরামপুর উপজেলার ঘাসুড়িয়া সীমান্ত দিয়ে অনুপ্রবেশের অভিযোগে আটক দুই বাংলাদেশি যুবককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
আজ মঙ্গলবার বিকেলে সীমান্ত এলাকা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে দুজনকে হস্তান্তর করে বিএসএফ।
এঁরা হলেন উপজেলার দামোদরপুর গ্রামের সামসুল আলমের ছেলে মামুনুর রহমান (২৫) এবং একই গ্রামের নাজিমুদ্দীনের ছেলে আমিনুর রহমান (২৪)।
বিজিবির ঘাসুড়িয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. আলিম হোসেন জানান, সকাল ১১টার দিকে মামুনুর এবং আমিনুর ২৮৯/২১ নম্বর পিলারের পাশ দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশ করে। এ সময় পতিরাম-১৯৯ বিএসএফ ব্যাটালিয়নের অধীনের নর্থ আগ্রা ক্যাম্পের সদস্যরা তাদের দুজনকে আটক করে নিয়ে যায়।
ঘটনাটি জানার পর আটক বাংলাদেশিদের ফেরত চেয়ে নর্থ আগ্রা বিএসএফ ক্যাম্পে চিঠি পাঠানো হয় বলে জানান বিজিবি কোম্পানি কমান্ডার। তিনি জানান, এরপর উভয় বাহিনীর ব্যাটালিয়ন পর্যায়ে মুঠোফোনে আলোচনা হয়। আলোচনায় দুজনকে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেয় বিএসএফ।
এই পরিপ্রেক্ষিতে বিকেল ৪টার দিকে সীমান্ত এলাকায় নর্থ আগ্রা ক্যাম্পের কোম্পানি কমান্ডার রামু রাম সরেন বিজিবির কাছে দুই বাংলাদেশিকে হস্তান্তর করেন।
দিনাজপুরের ফুলবাড়ী-২৯ বিজিবি পরিচালক লেফটেন্যান্ট কর্নেল কোরবান আলী জানান, ফেরত আসা দুই বাংলাদেশির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।