বাবুগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

বরিশালের বাবুগঞ্জে বজ্রপাতে আবু আকন (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার চাঁদপাশা ইউনিয়নের চণ্ডীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সৌরভ সুতার বলেন, আজ বেলা ১১টার দিকে বৃষ্টি নামলে মাঠে থাকা গরু গোয়ালে ফেরাতে যান আবু আকন। এ সময় বজ্রপাত হলে তিনি আহত হন। তাঁকে উদ্ধার করে স্বজনরা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। দুপুর সোয়া ১টার দিকে তাঁকে মৃত ঘোষণা করা হয়েছে।