‘ওরা মৃত্যুদণ্ড দেওয়ার কে?’
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/04/01/photo-1427825969.jpg)
নিহত ব্লগার ওয়াশিকুর রহমানের একমাত্র বোন আফসারী সুলতানা বলেছেন, ‘তার মনে যা এসেছে তা লিখেছে। তাই বলে তার মৃত্যুদণ্ড হবে? সে যদি খারাপ কিছু লেখেও, তার বিচার বিধাতা করবেন। আল্লাহ আছেন। পৃথিবীতে ওরা মৃত্যুদণ্ড দেওয়ার কে?’
আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির সঙ্গে মঙ্গলবার কথা বলেন আফসারী সুলতানা। ময়নাতদন্ত শেষে সোমবার রাতে ওয়াশিকুরের মরদেহ লক্ষ্মীপুরের উত্তর হাজীপুর গ্রামে আনা হয়। উত্তর হাজীপুর গ্রামে ওয়াশিকুরের বাড়ি এবং সেখানেই তাঁকে দাফন করা হয়েছে। ওই গ্রামেই থাকেন ওয়াশিকুরের বোন আফসারী।
আফসারী বলেন, ‘ওয়াশিকুর খুব চাপা স্বভাবের ছিল। কাউকে কিছু বলত না।’ এ হত্যাকাণ্ডের জন্য কাদের দায়ী করবেন—জানতে চাইলে তিনি বলেন, ‘যারা মেরেছে, তাদেরই তো দায়ী করব। ভুলত্রুটি তো মানুষই করে। কত ভয়ংকর ভুল করে। কত রকম খারাপ মানুষ আছে পৃথিবীতে। তারা কি বাঁচে না? সে যদি ভুল করেই থাকে, তার জন্য কি তার শাস্তি ওরা দেবে মৃত্যুদণ্ড? তারা মৃত্যুদণ্ড দেওয়ার কে? তিনি আরো বলেন, সরকারিভাবে কোনো কথা নেই, কিছু নেই। সে যদি কিছু বিশ্বাস করে থাকে, তবে তা তার ব্যক্তিগত ব্যাপার। এ ব্যাপারে অন্য কেউ কেন আইন নিজের হাতে তুলে নিয়ে তাকে মৃত্যুদণ্ড দেবে?’
দায়ী ব্যক্তিদের ফাঁসি দাবি করে আফসারী বলেন, ‘কত কষ্ট দিয়ে আমার ভাইকে মেরেছে, যেটা কোনোদিন ভাবতেই পারিনি। আমরা তাদের ফাঁসি চাই। যেন তারা ভবিষ্যতে এমন করতে না পারে।’ তিনি আরো বলেন, ‘সন্ত্রাসী, ডাকাত, ধর্ষণকারী, খুনি—ওদের সবার কি মৃত্যুদণ্ড হয়েছে? আমার ভাই তো এগুলোর কিছুই করেনি। ভদ্র ছিল।’
গত সোমবার সকালে ঢাকার তেজগাঁও শিল্প এলাকার দক্ষিণ বেগুনবাড়ীতে ব্লগার ওয়াশিকুরকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনাস্থল থেকে জিকরুল্লাহ ও আরিফুল ইসলাম নামের দুজনকে অস্ত্রসহ আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।
জিকরুল্লাহ (২০) চট্টগ্রামে হাটহাজারী মাদ্রাসার ও আরিফুল (২০) মিরপুর সেকশন দারুল উলুম মাদ্রাসার ছাত্র।