কামারুজ্জামানের রায় পুনর্বিবেচনার শুনানি ৫ এপ্রিল

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানকে দেওয়া মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার শুনানি ৫ এপ্রিল নির্ধারণ করেছেন আদালত। আজ বুধবার কামারুজ্জামানের আইনজীবীর সময় আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এই দিন ঠিক করেন। বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।
গতকাল মঙ্গলবার কামারুজ্জামানের জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন অসুস্থ থাকায় শুনানির জন্য চার সপ্তাহ সময় চেয়ে আবেদন করা হয়। আজ সময়ের আবেদনের শুনানিতে কামারুজ্জামানের অপর আইনজীবী জয়নাল আবেদিন বলেন, ‘এই মামলার জ্যেষ্ঠ আইনজীবী শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। তিনি আদালতে আসতে অক্ষম। তাই আমাদের চার সপ্তাহ সময় দেওয়া হোক।’
অন্যদিকে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতকে বলেন, ‘এই মামলার বিচার দ্রুত শেষ করার নিয়ম রয়েছে। আসামিপক্ষ বিচার বিলম্বিত করতে সময়ক্ষেপণ করছে। তাদের জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন গতকাল মঙ্গলবারও সুপ্রিম কোর্টে কয়েকটি মিটিংয়ে অংশগ্রহণ করেছেন।’
এর আগে কামারুজ্জামানের রিভিউ শুনানির সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ১ এপ্রিল দিন ঠিক করেন আদালত। ২০১৩ সালের ৯ মে যুদ্ধাপরাধের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনাল কামারুজ্জামানকে মৃত্যুদণ্ডাদেশ দেন। এ রায়ের বিরুদ্ধে আপিল করা হলে আপিল বিভাগ গত বছরের ৩ নভেম্বর তাঁর মৃত্যুদণ্ড বহাল রাখেন। ১৮ ফেব্রুয়ারি ওই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়। এরপর ১৯ ফেব্রুয়ারি কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানা কারাগারে পৌঁছায়। ৫ মার্চ আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় কামারুজ্জামানের পক্ষে রিভিউ আবেদন করা হয়।