চারদিন পর শেরপুরে চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার

শেরপুরে চারদিন ধরে চলা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন চিকিৎসকরা।
আজ মঙ্গলবার দুপুরে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) শেরপুর শাখার সভাপতি আব্দুল বারেক তোতা ধর্মঘট প্রত্যাহারের কথা জানান।
তবে কী কারণে এ ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে এ বিষয়ে কিছু বলেননি আবদুল বারেক। তিনি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
ভুল চিকিৎসার অভিযোগ এনে দায়ের করা একটি মামলায় শেরপুরের চিকিৎসক শরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তাঁর মুক্তির দাবিতে গত শুক্রবার বিএমএ ধর্মঘটের ডাক দেয়।
এর ফলে বেসরকারি সব ধরনের চিকিৎসাসেবা বন্ধ রেখেছিলেন শেরপুরের চিকিৎসকরা। যার ফলে গত চারদিনে জেলার রোগীদের চরম ভোগান্তি পোহাতে হয়।