চট্টগ্রামে অস্ত্র জমা দেওয়ার নির্দেশ

আগামী ৪ জুন চট্টগ্রামে অনুষ্ঠিতব্য ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে সহিংসতা ঠেকাতে আগামী ২ জুনের মধ্যে নির্বাচনী এলাকাগুলোর সব বৈধ অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দীন।
মঙ্গলবার নগরীর সার্কিট হাউজে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় জেলা প্রশাসক এ নির্দেশ দেন।
এ সময় জেলা প্রশাসক বলেন, পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে চট্টগ্রামে বৈধ অস্ত্রের অবৈধ ব্যাবহারের প্রমাণ পেয়েছে পুলিশ, যার ফলে সহিংসতা বেশি হয়েছে। তাই ষষ্ঠ ধাপের নির্বাচনকে সুষ্ঠু করতে ও সহিংসতা ঠেকাতে সব ধরনের বৈধ অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সভায় বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।