চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা শহরে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। আজ বুধবার বেলা সাড়ে ১২টার দিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মাটিভর্তি দ্রুতগামী একটি ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আরিফুল হক (২৫) নামের মোটরসাইকেল চালক গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য যশোর নেওয়ার পথে কোটচাঁদপুর নামকস্থানে তাঁর মুত্যু হয়।
নিহত আরিফুল জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের সমির উদ্দিনের ছেলে।
জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোহাম্মদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আরিফুল পুলিশ কনস্টেবল হিসেবে ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু থানার ভবানীপুর পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন। তিনি ছুটিতে নিজ বাড়িতে বেড়াতে আসছিলেন। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।