মংলা-ঘষিয়াখালী চ্যানেলের বাঁধ অপসারণ ও খননকাজ শুরু

মংলা-ঘষিয়াখালী নৌ চ্যানেলের শাখা খালের অবৈধ বাঁধ অপসারণের কাজ শুরু করেছে প্রশাসন। ছবি : এনটিভি
মংলা-ঘষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেল সব সময় সচল রাখার লক্ষ্যে এর সঙ্গে সংযোগকারী সব শাখা-উপশাখা খালের অবৈধ বাঁধ অপসারণ ও খননকাজ শুরু হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে দ্বিতীয় দফায় এ এলাকায় বাঁধ অপসারণ শুরু করেছে উপজেলা প্রশাসন।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী প্রিন্সের নেতৃত্বে মংলার কুমারখালী খালের অবৈধ বাঁধ অপসারণ করা হয়। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে এ চ্যানেলটি সচল রাখার জন্য প্রথম দফায় ১৮টি খালের বাধ অপসারণ করা হয়। এবার দ্বিতীয় দফায় চ্যানেলটির সব সংযোগ বাঁধ অপসারণসহ খননকাজ চলমান থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।