‘অ্যাটর্নি জেনারেলের ষড়যন্ত্রেই সুপ্রিম কোর্টে হার’

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সরকার সমর্থকদের পরাজয়ের পেছনে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার (অ্যাটর্নি জেনারেল) ‘ষড়যন্ত্রকে’ দায়ী করেছেন ওই প্যানেলের সম্পাদক পদপ্রার্থী মমতাজ উদ্দিন আহমেদ মেহেদী। এ সময় তিনি অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের অপসারণও দাবি করেন।
আজ বুধবার দুপুর ১টায় সুপ্রিম কোর্টের ল রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক মমতাজ উদ্দিন আহমেদ মেহেদী এ অভিযোগ করেন।
মমতাজ উদ্দিন বলেন, ‘গত ১৫ ও ১৬ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আমি সম্পাদক পদপ্রার্থী ছিলাম। আওয়ামী সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের নির্বাচন কার্যক্রম পরিচালনা হয়েছে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকেই। কিন্তু তিনি আমাদের সঙ্গে নির্বাচনী বৈঠকের পর রাতের বেলা গোপনে বিএনপিপন্থী প্যানেলের সাথে শলাপরামর্শ ও বৈঠক করতেন।’ নির্বাচনের সময় অ্যাটর্নি জেনারেল সবাইকে বলেছেন, সভাপতি প্রার্থীকে ভোট দিতে, আমার বিষয়ে জানতে চাইলে বলেছেন মেহেদী তো একবার সেক্রেটারী হয়েছে। নির্বাচনের পর তিনি বিভিন্ন জনকে বলেছেন "মেহেদীকে সাইজ করবে না তো কাকে সাইজ করবে।" তিনি আরো বলেন, অ্যাটর্নি জেনারেলের ইঙ্গিতে আওয়ামী সমর্থিত আইনজীবিরা বিএনপি প্যানেলে ভোট দিয়েছে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক আরো বলেন, অ্যাটর্নি জেনারেলের পদ থেকে অপসারিত না হওয়া পর্যন্ত সুপ্রিম কোর্ট ও বার কাউন্সিলে আওয়ামী লীগ কখনোই জয় পাবে না।’
মেহেদী বলেন, ‘অ্যাটর্নি জেনারেলের ইঙ্গিতেই আওয়ামী লীগ সমর্থিত ৩০০ জন ভোটার আমাকে ভোট না দিয়ে বিএনপি প্রার্থীকে ভোট দিয়েছেন। অ্যাটর্নি জেনারেল এবং বিএনপিপন্থী প্রার্থী মাহবুব উদ্দিন খোকন বার কাউন্সিলকে ধ্বংস করছেন।’ অনেক মেধাবী ও যোগ্য আইনজীবীকে হাইকোর্ট বারে প্র্যাকটিসের অনুমতি দিচ্ছেন না বলেও’ অভিযোগ করেন মমতাজ উদ্দিন মেহেদী।