ক্ষমতায় আ. লীগ আর মুক্ত গণমাধ্যম একসঙ্গে চলে না

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের মহাসচিব এম আব্দুল্লাহ বলেছেন, ক্ষমতায় আওয়ামী লীগ আর মুক্ত গণমাধ্যম এক সঙ্গে চলে না। আওয়ামী লীগ ক্ষমতা কুক্ষিগত করতে বরাবরই গণমাধ্যমকে টার্গেট করে। এবারও সত্যনিষ্ঠ ও ভিন্নমতের সব গণমাধ্যম বন্ধ করে দিয়েছে।
এম আব্দুল্লাহ বলেন, সত্য বলায় ও লেখায় মাহমুদুর রহমান, শওকত মাহমুদ ও শফিক রেহমানকে জেলে ঢোকানো হয়েছে। বন্ধ গণমাধ্যম খুলতে ও বন্দি সাংবাদিকদের মুক্ত করতে ঐক্যবদ্ধ সংগ্রামের বিকল্প নেই।
আজ বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক ইউনিয়ন যশোরের বার্ষিক সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন এম আব্দুল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএফইউজের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল হাই শিকদার।
সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি নূর ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএফইউজের নির্বাহী সদস্য হায়দার আলী, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি আনিসুজ্জামান, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি সৈয়দ ফজলে রাব্বি ডলার, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম মুকুল, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান প্রমুখ বক্তব্য দেন।