সাংসদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবি বিএনপির

দরজা বন্ধ করে চট্টগ্রামের বাঁশখালীতে নির্বাচন কর্মকর্তাকে মারধর করার ঘটনায় আওয়ামী লীগের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বিএনপি।
আজ শুক্রবার সকালে চট্টগ্রামের নিজ বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে চেয়ারপারসনের উপদেষ্টা মীর মো. নাছিরউদ্দিন এ দাবি জানান।
মীর নাসির বলেন, নির্বাচন কমিশন সাংবিধানিক ক্ষমতা প্রয়োগে চরমভাবে ব্যর্থ। ৪ জুন অনুষ্ঠেয় নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় আওয়ামী লীগের নামধারী সন্ত্রাসী, অস্ত্রধারী ও বহিরাগতরা প্রকাশ্যে বিএনপি নেতাকর্মীদের হামলা করছে। এসব কাজে পুলিশ সহায়তা করছে অভিযোগ করে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবিলম্বে প্রত্যাহার ও স্থানীয় সংসদ সদস্যকে নির্বাচনে প্রভাব বিস্তার থেকে বিরত রাখারও দাবি জানান মীর নাছির।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতা জাফরুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন।
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বাঁশখালীর বিভিন্ন কেন্দ্রে পছন্দের লোকদের প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তা নিয়োগ দিতে বলেছিলেন মোস্তাফিজুর রহমান। তাঁর আদেশ না মানায় ১ জুন উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলামকে ডেকে নিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করেন তিনি। এ ঘটনায় জেলা নির্বাচন অফিস থেকে কমিশনে জানানো হলে ওই দিনই নির্বাচন কমিশন বাঁশখালীর ১১টি ইউনিয়নের নির্বাচন স্থগিত করে। একই সঙ্গে ঘটনার ব্যাপারে বাঁশখালী থানাকে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়।