মংলায় লোনা পানির চিংড়িঘের থাকবে না

মংলায় অনুষ্ঠিত হয়েছে লবণাক্ততা বিষয়ক দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত দিনব্যাপী সেমিনার। আজ রোববার উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আলী প্রিন্সের সভাপতিত্বে অনুষ্ঠিত লবণাক্ততা বিষয়ক সেমিনারে প্রশিক্ষক ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মংলার সহকারী প্রকৌশলী এস এম কায়েস, উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদুজ্জামান। সেমিনারে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন।
সেমিনারে ইউএনও মুহাম্মদ আলী প্রিন্স বলেন, সরকারি খালে বাঁধ দিয়ে এবং যাঁরা জমিতে লবণ পানি আটকে রেখে চিংড়িঘের করছেন, তা তাঁদের করতে দেওয়া হবে না। কারণ ঘেরের জলাবদ্ধ লবণাক্ততায় আশপাশের ফসল ও পরিবেশের মারাত্মক ক্ষতি করছে। তাই পরিবেশ রক্ষার তাগিদেই মংলায় লবণ পানির কোনো চিংড়িঘের রাখা হবে না। এ ছাড়া এখন যাঁরা চিংড়ি চাষ করছেন, তাঁদের অবশ্যই আধুনিক ও বৈজ্ঞানিক উপায়েই চাষ করতে হবে।