শেরপুরে শেষ হলো গণসংগীত উৎসব

শেরপুরে অনুষ্ঠিত হয়ে গেল দুদিনব্যাপী ‘বৃহত্তর ময়মনসিংহ জেলা গণসংগীত উৎসব’।
শেরপুর জেলা শিল্পকলা একাডেমিক মিলনায়তনে শুক্রবার শুরু হওয়া এ উৎসব শেষ হয় গতকাল শনিবার রাতে।
উৎসবের উদ্বোধন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সভাপতি গোলাম কুদ্দুস। বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদের সভাপতি শিল্পী ফকির আলমগীরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সদস্য ও ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি আমির আহমেদ চৌধুরী রতন, গণসংগীত উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব সঞ্চিতা হোড় দীপু, গণসংগীত উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট ইমাম হোসেন ঠান্ডু, জেলা রবীন্দ্র সম্মিলন পরিষদের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া প্রমুখ। গণসংগীত সমন্বয় পরিষদের সম্পাদকমণ্ডলীর সদস্য মানজার চৌধুরী সুইট উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন।
উদ্বোধনী দিনে অংশ নেয় শেরপুরের উদীচী শিল্পীগোষ্ঠী, ঝিনাইগাতী আদিবাসী সাংস্কৃতিক দল, ময়মনসিংহের মুকুল নিকেতন, নেত্রকোনার শতদল সাংস্কৃতিক গোষ্ঠী। এ ছাড়া একক সংগীত পরিবেশন করেন ফকির আলমগীর, সঞ্চিতা হোড় দীপু ও আবিধ্য রহমান সেতু।
গতকাল শনিবার রাতে আলোচনা সভা ও গণসংগীত পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় দুদিনব্যাপী উৎসব।