যশোরে কলেজছাত্রসহ দুজনকে কুপিয়ে হত্যা

যশোরের বাঘারপাড়া উপজেলার একটি পেট্রলপাম্পের দুজনকে কুপিয়ে হত্যার ঘটনা পূর্বশত্রুতার জের ধরে ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।
গতকাল রোববার দিবাগত রাতে বাঘারপাড়ার চাড়াভিটা বাজারের আবদুল বারী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ওই পেট্রলপাম্পের ব্যবস্থাপক বাঘারপাড়া উপজেলার দশপাখিয়া গ্রামের ওবায়দুল ইসলাম (৩০) ও পেট্রলপাম্পসংলগ্ন রঘুনাথপুর গ্রামের বাসিন্দা যশোর এমএম কলেজের ছাত্র লিজন আহমেদ অপু (২৩)।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিনের মতো গতকাল রাতেও মেসার্স আবদুল বারী ফিলিং স্টেশনে ঘুমিয়ে ছিলেন প্রতিষ্ঠানের ম্যানেজার ওবায়দুর রহমান ও পাম্পের নজেলম্যান (যিনি পেট্রল বা ডিজেল বিক্রিতে সহায়তা করেন) সিরাজুল ইসলাম। এ ছাড়া কয়েক দিন ধরে নিজেদের বাড়িতে নির্মাণকাজ চলায় ঘুমানোর জায়গা না থাকায় রাতের বেলা পেট্রলপাম্পে এসে ঘুমাতেন কলেজছাত্র লিজন আহমেদ। গতকালও তিনি সেখানেই ঘুমান। আজ সোমবার সকালে পাম্পটিতে পেট্রল নিতে এসে স্থানীয় লোকজন পাম্পের ভেতরে লাশ দুটি দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে পাম্পের দরজা ভেঙে ভেতরে ঢুকে লাশ দুটি উদ্ধার করে। দুর্বৃত্তরা হত্যার পর লাশ দুটি কাঁথা দিয়ে ঢেকে রেখেছিল।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছয়েরুদ্দিন আহমেদ জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে আজ সকাল সাড়ে ৭টার দিকে লাশ দুটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ দুটি যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে নিহত অপুর স্বজনদের দাবি, তাঁর কাছে জমির সরিষা বিক্রির ৫০ হাজার টাকা ছিল। ওই টাকা নিয়েই সে রাতে পেট্রলপাম্পে ঘুমাতে যায়।
এই ফিলিং স্টেশনের মালিক বাঘারপাড়া উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব। কয়েক বছর আগে তাঁর কাছ থেকে ফিলিং স্টেশনটি ইজারা নেন একই উপজেলার ভায়না এলাকার মাসুদ আহমেদ। তিনি জানান, গতকাল রাত সাড়ে ৮টার দিকে তিনি পাম্প থেকে টাকা-পয়সা হিসাব করে নিয়ে যান।
মাসুদ আহমেদ আরো জানান, পাম্পের ভেতরে ক্যাশবাক্স বা অন্যকিছুতে হাত দেয়নি দুর্বৃত্তরা। এ ছাড়া পাম্পের নজেলম্যান সিরাজুল ইসলাম গত রাতেও সেখানে ছিলেন। কিন্তু সকাল থেকে তাঁকে পাওয়া যাচ্ছে না।
বাঘারপাড়া থানার ওসি ছয়েরুদ্দিন আহমেদ আরো বলেন, দুজনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। এটি ডাকাতি বা চুরির ঘটনা নয়। কারণ, পাম্প থেকে কোনো কিছু খোয়া যায়নি। তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার কারণে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। কারা এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।