এনটিআরসিএর মাধ্যমে বেসরকারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু

মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) নিবন্ধনকৃত সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে।
আজ সোমবার থেকে এ প্রক্রিয়া শুরু হয়েছে বলে বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এতে বলা হয়েছে, নিবন্ধনকৃত সব শিক্ষাপ্রতিষ্ঠানকে আগামী ৩০ জুন পর্যন্ত শূন্য হবে এমন পদগুলোর জন্য চাহিদা পেশ করার অনুরোধ জানিয়েছে এনটিআরসিএ।
এনটিআরসিএ http://ngi.teletalk.com.bd অথবা www.ntrca.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে আজ ৬ জুন থেকে ২৫ জুনের মধ্যে তাদের চাহিদা পেশ করার জন্য বলেছে।
প্রাপ্ত চাহিদাগুলো আগামী ৩০ জুন এনটিআরসিএর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এর পরিপ্রেক্ষিতে আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট পদে অনলাইনে আবেদন করতে পারবেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে www.ntrca.gov.bd এ আপলোডকৃত সার্কুলার/নির্দেশনা/পত্রাদি দেখার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানিয়েছে এনটিআরসিএ।