নাচোলে ছেলের বিরুদ্ধে বাবাকে খুনের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় এক যুবকের বিরুদ্ধে বাবাকে হত্যার অভিযোগ উঠেছে।
গতকাল সোমবার রাতে উপজেলার আন্দোরাইল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম জালাল উদ্দিন (৪৮)। তাঁর ছেলের নাম রাজু (২৫)।
এ বিষয়ে জানতে চাইলে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফসির উদ্দিন জানান, গতকাল রাত পৌনে 8টার দিকে নিজ বাড়িতে ছেলে রাজুর (২৫) সঙ্গে বাকবিতণ্ডা হয় জালাল উদ্দিনের। কথাকাটাকাটির একপর্যায়ে রাজু একটি লাঠি দিয়ে তাঁর বাবার মাথায় আঘাত করে। এতে গুরুতর আহত হন জালাল উদ্দিন। দ্রুত তাঁকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়।
ওসি জানান, এ ঘটনার পর থেকে রাজু পলাতক।