বাড়তি করারোপ ছাড়াই মাগুরা পৌরসভার বাজেট ঘোষণা

বাড়তি কোনো কর আরোপ ছাড়াই মাগুরা পৌরসভার আগামী ২০১৬-১৭ অর্থবছরের জন্য বাজেট ঘোষণা করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে মাগুরা পৌর ভবন মিলনায়তনে অনুষ্ঠিত বাজেট অধিবেশনে মেয়র খুরশীদ হায়দার টুটুল ৬৯ কোটি টাকার এ বাজেট ঘোষণা করেন।
২০১৫-১৬ অর্থবছরের ৩৮ কোটি ২৭ লাখ ৫৫ হাজার ৫৬২ টাকা সংশোধিত বাজেট ধরে ২০১৬-১৭ অর্থবছরের জন্য ৬৯ কোটি ১১ লাখ ৫৮ হাজার টাকার বাজেট ঘোষিত হয়েছে।
এবারের বাজেটে রাজস্ব এবং প্রকল্প থেকে আয় ধরা হয়েছে ৯১ কোটি ১৫ লাখ তিন হাজার টাকা। অন্যদিকে রাস্তা, ড্রেনসহ বিভিন্ন উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৯০ কোটি এক লাখ ৩৩ হাজার টাকা।
বাজেট অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা জেলা প্রশাসক মুহাম্মদ মাহবুবর রহমান। এ ছাড়া বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মো. রোস্তম আলী, প্যানেল মেয়র মকবুল হোসেন মাকুল, সাংবাদিক শফিকুল ইসলাম শফিকসহ বিশিষ্ট নাগরিকরা।
বক্তারা পৌর এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরে টেকসই উন্নয়নের মাধ্যমে নাগরিকদের উন্নত সেবা নিশ্চিত করার আহ্বান জানান। অন্যদিকে পৌরবাসীকে কর ও পানির বিল পরিশোধ করার আহ্বান জানিয়ে উন্নত সেবা দেওয়ার প্রতিশ্রুতি দেন মেয়র।