এই নির্বাচনে না জিতলে আরো দুর্ভোগ হবে

তিন সিটি করপোরেশন নির্বাচনে বিজয় ছিনিয়ে আনতে ২০-দলীয় জোটের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন শত নাগরিক কমিটির আহ্বায়ক অধ্যাপক এমাজউদ্দীন আহমদ। পাশাপাশি কোনো প্রার্থীর নির্বাচনী কাজে বাধা না দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।
আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জিয়া কল্যাণ পরিষদ আয়োজিত আলোচনা সভায় এমাজউদ্দীন আহমদ এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তৃতায় এমাজউদ্দীন আহমদ ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ২০-দলীয় জোট সমর্থিত প্রার্থীদের জন্য সমান সুযোগ দেওয়ার দাবি জানান। তিনি বলেন, ‘যে প্রার্থী ভোট পেতে চান, তিনি যেন প্রত্যেক ভোটারের সাথে মিলিত হতে পারেন, এবং আইন রক্ষাকারী বাহিনী তারা যেন কোথাও কোনো পর্যায়ে বাধা কাউকে না দেয়, কোনো প্রার্থীকে না দেয় অথবা কোনো ভোটারকে না দেয়।’
পাশাপাশি প্রার্থীদের বিজয়ী করতে জোটের নেতা-কর্মীদের আরো বেশি সক্রিয় হওয়ার আহ্বান জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন। তিনি বলেন, ‘এই নির্বাচনে যদি বিজয় অর্জিত না হয়, বিজয় ছিনিয়ে আনতে না পারি, তাহলে আমাদের আরো দুর্ভোগ পোহাতে হবে। একবার বিজয় ছিনিয়ে আনতে পারলে ফ্যাসিবাদ, নাৎসিবাদকে ধ্বংস করা অত্যন্ত সহজ হবে। ইফ উই উইন দিস ব্যাটল, উইন দিস ওয়্যার।’
অতীতের মতো এবারের নির্বাচনও যেন কলঙ্কিত না হয় সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনের প্রতি আবারো আহ্বান জানান এমাজউদ্দীন।