নাচোলে পিকআপের ধাক্কায় শিশু নিহত

চাঁপাইনবাবগঞ্জের আমবাহী পিকআপ ভ্যানের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। আজ বুধবার নাচোল-আমনুরা সড়কের হামিদপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম জুঁই। জুঁইয়ের বয়স ছিল ছয় বছর। জুঁই নাচোল পৌর এলাকার গুঠইল গ্রামের বাসিন্দা। ওর বাবার নাম বাবুল আখতার।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফাসির উদ্দীন জানান, সকাল সাড়ে ৮টার দিকে হামিদপুরে রাস্তা পারাপারের সময় আমবাহী একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন-১৮-৪৭৩১) জুঁইকে ধাক্কা দিলে সে মারাত্মাকভাবে আহত হয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
ওসি ফাসির উদ্দীন আরো জানান, দুর্ঘটনার পর চালক পিকআপ ফেলে পালিয়ে যায়। তবে স্থানীয়রা পিকআপ ভ্যান ও পিকআপ ভ্যানে থাকা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ঘাট নগর গ্রামের আম ব্যবসায়ী মিঠন আলীকে (২৪) আটক করে পুলিশে দিয়েছে।