শরীয়তপুরে বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত

শরীয়তপুরে বাসের চাপায় আমিনুল ইসলাম মুন্সী (২৮) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। আজ বুধবার দুপুরে সদর উপজেলার বুদ্ধিরবাজার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।পুলিশ লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে।
প্রতক্ষদর্শীরা জানায়, আজ দুপুরে শরীয়তপুর থেকে গোসাইরহাটের নাগেরপাড়ার উদ্দেশে ছেড়ে আসা যুবরাজ নামের একটি যাত্রীবাহী বাস (সিলেট মেট্রো-ব ৫২৫২) শরীয়তপুর-নাগেরপাড়া সড়কের বুদ্ধির বাজার সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে সদর উপজেলার দক্ষিণ চর মধ্যপাড়া গ্রামের ফারুক মুন্সীর ছেলে মোটরসাইকেলের চালক আমিনুল ইসলাম মুন্সী (২৮) বাসের নিচে পড়ে মারাত্মক আহত হন। স্থানীয় লোকজন আমিনুলকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পালং মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করলেও বাস ও চালককে আটক করতে পারেনি।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান বলেন, নিহত আমিনুলের মরদেহ উদ্ধার করা হয়েছে। মামলা হলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।