নড়াইলে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

প্রতীকী ছবি
নড়াইলের কালিয়া উপজেলার উত্তর খাশিয়াল গ্রামে পুকুরের পানিতে ডুবে সাকিব শেখ (৫) ও মানিক ইসলাম (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় বাড়ির পাশের একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত দুই শিশু সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।
পরিবার সূত্রে জানা গেছে, বিকেলে সাকিব ও মানিক বাড়ির আঙিনায় একসঙ্গে খেলা করছিল। খেলার একপর্যায়ে তারা পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ তাদের দেখা না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। সন্ধ্যার দিকে পুকুরে তাদের মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে খাশিয়াল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিএম বরকত উল্লাহ বলেন, সাকিব উত্তর খাশিয়াল গ্রামের জাকাত শেখের ছেলে। মানিক বরিশাল জেলার আরিফুল ইসলামের ছেলে। তবে মানিক তার মায়ের সঙ্গে মামাবাড়ি উত্তর খাশিয়াল গ্রামে থাকত।