রাজধানীতে প্রশ্নপত্র ফাঁসে জড়িত সন্দেহে আটক ১১
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/06/09/photo-1465457619.jpg)
রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত সন্দেহে এদের আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা। ছবি : ফোকাস বাংলা
রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত সন্দেহে ১১ জনকে আটক করেছেন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।
গতকাল বুধবার রাতে তাদের আটক করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার সহকারী কমিশনার মাসুদুর রহমান বার্তা সংস্থা ইউএনবিকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালায় ডিবি। অভিযানে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১১ জনকে আটক করা হয়। এ বিষয়ে বিস্তারিত আর কিছু তিনি জানাননি।
ডিএমপির এ কর্মকর্তা আরো জানান, আজ বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।