পঞ্চগড়ে গাঁজাসহ গ্রেপ্তার তিন মাদক ব্যবসায়ী

দেড় কেজি গাঁজাসহ আন্তজেলা মাদক ব্যবসায়ী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শুক্রবার বিকেলে জেলার বোদা-দেবীগঞ্জ মহাসড়কের আমেরসারি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন জেলার দেবীগঞ্জ উপজেলার পামুলী শান্তিরহাট এলাকার মোজাম্মেল হকের ছেলে রেজাউল (৩০), একই এলাকার বেনী মোহনের ছেলে রাজেন্দ্রনাথ (৪০) ও দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার শিবরামপুর গণপৈত এলাকার আবু সাহিদের ছেলে জুলফিকার (২৫)। পরে তাদের দেবীগঞ্জ থানায় সোপর্দ করা হয়।
দেবীগঞ্জ থানা ও ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ হয়ে গাঁজা বিক্রি করছেন- এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই মোজাম্মেল হক তাঁর সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁদের আটক করেন। তাঁদের শরীর ও ব্যাগ তল্লাশি করে দেড় কেজি গাঁজা পাওয়া যায়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দেবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আলী খান তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।