দিনাজপুরে ইনস্যুরেন্স কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

দিনাজপুর শহরে নিজ কার্যালয় থেকে মেহেরাব আলী (৬৫) নামের এক ইনস্যুরেন্স কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে শহরের স্টেশন রোড এলাকায় শীতল প্লাজার দ্বিতীয় তলা থেকে লাশটি উদ্ধার করা হয়।
মেহেরাব আলীর বাড়ি শহরের পাহাড়পুর এলাকায় রেডক্রিসেন্ট কার্যালয়ের সামনে। তিনি ইসলামী কমার্শিয়াল ইনস্যুরেন্স কোম্পানির দিনাজপুর শাখা ব্যবস্থাপক ছিলেন। রাতে তাঁর লাশটি ঝুলতে দেখে এলাকার লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
পরিবার সূত্রে জানা যায়, কাল বিকেলে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হন মেহেরাব। এর পর রাতে তাঁর মৃত্যুর খবর পাওয়া যায়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেকুজ্জামান জানান, মেহেরাবের মৃত্যু রহস্যজনক। তাঁকে কেউ হত্যা করে থাকতে পারে। তবে তদন্ত না করে নিশ্চিত কিছু বলা যাবে না। তিনি বলেন, রাত ১০টার দিকে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মেহেরাবের লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।