মংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর সঞ্চালনশীল মেঘমালার কারণে মংলা বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।
আবহাওয়া দপ্তরের সূত্রে জানা গেছে, এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকা এবং মংলা বন্দরের ওপর দিয়ে বৃহস্পতিবার দুপুর থেকে হালকা-মাঝারি বৃষ্টিপাতসহ ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। দুযোর্গপূর্ণ আবওহাওয়ার কারণে বন্দরে অবস্থানরত দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য বোঝাই ও খালাস এবং পরিবহনকাজও ব্যাহত হচ্ছে।
এক সঙ্গে সাগর উত্তাল হয়ে উঠায় বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে নিরাপদে চলাচল করতে বলা হয়েছে।