শেরপুরে প্যানেলভুক্ত শিক্ষকদের মানববন্ধন

শেরপুরে রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্যানেলভুক্ত শিক্ষকদের নিয়োগের দাবিতে আজ বৃহস্পতিবার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ছবি : এনটিভি
শেরপুরে রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্যানেলভুক্ত শিক্ষকদের নিয়োগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে শেরপুর জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের সামনের রাস্তায় মানববন্ধনে প্রায় শতাধিক প্যানেলভুক্ত শিক্ষক অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, সরকার রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণের পর ৩০ হাজার শিক্ষককে মেধাক্রম অনুসারে নিয়োগদানের কথা ঘোষণা করেন। কিন্তু মেধাক্রমকে উপেক্ষা করে ১৪ হাজার শিক্ষককে ইউনিয়নভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। যার ফলে উপজেলা মেধাক্রমের আওতায় থাকা অনেকেই নিয়োগ পাননি। যার ফলে মেধা বৈষম্যের সৃষ্টি হয়েছে।
মানবন্ধনে শিক্ষকরা এই মেধা বৈষম্য কাটিয়ে সবাইকে মেধাক্রম অনুযায়ী নিয়োগদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।