ঝড়বৃষ্টির তোড়জোড়, মোংলায় সংকেত

বর্ষা সমাগত। তার বার্তা দিতে শুরু করেছে প্রকৃতি। কোথাও কোথাও বয়ে যাচ্ছে কালবৈশাখী ঝড়, সঙ্গে রয়েছে বৃষ্টিও।
এদিকে আজ শনিবার সকালে আবহাওয়া কার্যালয় জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু কক্সবাজার উপকূল পর্যন্ত অগ্রসর হয়েছে। এ বায়ু আসা মানেই বর্ষার আগমন। পরবর্তী ২৪ ঘণ্টায় এটি চট্টগ্রাম বিভাগ পর্যন্ত অগ্রসর হতে পারে। এ ছাড়া আগামী ৭২ ঘণ্টায় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের পূর্বাংশ পর্যন্ত অগ্রসর হতে পারে।
দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রাম অঞ্চলে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। তবে এটি গুরুত্বহীন হয়ে পড়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপের বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর হয়ে বাংলাদেশের দক্ষিণাংশ ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
আমাদের মোংলা প্রতিনিধি আবু হোসাইন সুমন জানিয়েছেন, সেখানে সাগর কিছুটা উত্তাল রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হওয়ায় আজ মোংলা বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত আজও বলবৎ রাখা হয়েছে। মোংলা সমুদ্রবন্দরসহ আশপাশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে থেমে থেমে হালকা ও মাঝারি ধরনের বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে।
ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাতের কারণে ব্যাহত হচ্ছে বন্দরে অবস্থানরত দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য বোঝাই ও খালাসের কাজ। এদিকে মেঘমালার প্রভাবে সাগর উত্তাল হয়ে ওঠায় বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া জেলে ও মাঝিমাল্লাদের উপকূলের কাছাকাছি থেকে নিরাপদে চলাচলের নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিকের বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস এক প্রতিবেদনে উল্লেখ করেছে, আজ সকাল ১০টা ৫৮ মিনিটে উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫৬ কিলোমিটার বেগে রাজধানী ঢাকায় কালবৈশাখী ঝড় বয়ে যায়। দুই মিনিট স্থায়ী এই ঝড়ের সময় বৃষ্টি হয়। ঢাকায় আজ দুপুর ১২টা পর্যন্ত ৩৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
এদিকে আজ সকাল ৮টা ৫৫ মিনিটে কক্সবাজার জেলার টেকনাফে ঘণ্টায় ৬১ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যায়। দুপুর ১২টা পর্যন্ত টেকনাফে ১২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
গত কয়েকদিনে প্রচণ্ড দাবদাহের পর আজকের বৃষ্টি জনজীবনে স্বস্তি নিয়ে আসে। বৃষ্টিতে রাজধানীর নিচু এলাকায় পানি জমে যায়। অনেককে বৃষ্টিতে ভিজতে দেখা যায়।
আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগে মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ ও রংপুর বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সারা দেশে দিনের তাপমাত্রা এক থেকে চার ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
ফরিদপুর, ময়মনসিংহ, রাজশাহী, পাবনা, বগুড়া, সৈয়দপুর ও কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে।