আপনি কি সোহাগকে দেখেছেন?

নীলফামারীর সৈয়দপুর উপজেলার সংগলশী ইউনিয়নের ইপিজেড গোছাপাড়া গ্রামের সোহাগকে পেলে জানাবেন পরিবারের সদস্যদের। ছবি : সংগৃহীত
নিখোঁজের ছয়দিন পেরিয়ে গেলেও এখনো সন্ধান মেলেনি শিশু সোহাগের (১১)। নিখোঁজ সোহাগ নীলফামারীর সৈয়দপুর উপজেলার সংগলশী ইউনিয়নের ইপিজেড গোছাপাড়া গ্রামের মৃত আজিজুল ইসলামের ছেলে।
সোহাগ হারিয়ে যাওয়ার পর থেকে তার মা ছপুরা বেগম অসুস্থ হয়ে পড়েছেন।
সোহাগের ভাই আল আমিন জানান, তাঁর ভাইয়ের মাথায় সামান্য সমস্যা রয়েছে। সোমবার সকালে সে বাড়ির বাইরে খেলছিল। এ সময় অটোতে করে ঢেলাপীর বাজারে যায়। তার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ হওয়ার সময় সোহাগের পরনে ছিল থ্রি কোয়ার্টার কালো প্যান্ট। সে নাম, ঠিকানা, বাবা ও মায়ের নাম বলতে পারে। কোনো ব্যক্তি তার সন্ধান পেলে ০১৮৫৬-৫৭৩২১২ নম্বরে যোগাযোগ করতে সোহাগের পরিবার অনুরোধ করেছে।