‘জেএমবি সদস্য’ বুলবুলের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হারুনুর রশিদের এজলাশে আজ মঙ্গলবার ‘জেএমবি সদস্য’ বুলবুলকে হাজির করা হয়। ছবি : এনটিভি
চট্টগ্রামের বাকলিয়া থানা এলাকার একটি হত্যা মামলায় আটক ‘জেএমবি সদস্য’ ফুয়াদ ওরফে বুলবুলের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ মঙ্গলবার দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হারুনুর রশিদের এজলাশে বুলবুলকে হাজির করে পুলিশ। এ সময় বুলবুলকে জেএমবি সদস্য উল্লেখ করে সাতদিনের রিমান্ড আবেদন করলে আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত বছরের ৫ অক্টোবর কর্ণফুলী থানার খোয়াজ নগরে অভিযান চালিয়ে পুলিশ বুলবুলকে আটক করে। পরে বাকলিয়া থানা এলাকায় একটি হত্যা মামলার আসামি করা হয় তাঁকে।